এম এম আব্দুল্লাহ আল মামুন, শ্যামনগর প্রতিনিধি :
শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন পরিষদের হল রুমে দুর্যোগ মোকাবেলায় কমিউনিটির সহনশীলতা বৃদ্ধি প্রকল্প ,ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে সাইক্লোন সেল্টার ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।
সোমবার (২২ নভেম্বর) সকাল ১০ টায় প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান আব্দুর রহিম, প্রশিক্ষণ পরিদর্শন করেন নবযাত্রার প্রকল্পের এসোসিয়েট সিস্টেম স্টেন্দেনিং অফিসার রেমা মারিতা সাহা, মানিক নূর, প্রশিক্ষনটি পরিচালনা ও সঞ্চালনা করেন দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা দীপঙ্কর সাহা। এসময় আরো উপস্থিত ছিলেন সাইক্লোন সেল্টার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক দেবাশীষ মন্ডল, শিষ্টেন্দু শেখর মন্ডল, কমিউনিটি দুর্যোগ ফ্যাসিলিটেটর দিলিপ কুমার মিস্ত্রি ও সাইক্লোন সেল্টার ব্যবস্থাপনা কমিটির সদস্য বৃন্দ ।
প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল আপদকালীন সময়ে সাইক্লোন সেল্টার রক্ষনাবেক্ষন ও দূযোর্গ ব্যবস্থাপনায় কমিটির সদস্যদের নেতৃত্ব প্রদানের সক্ষমতা বৃদ্ধি করা।