dearsabdullah@gmail.com : Abdullah Al Mamun : Abdullah Al Mamun
বিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাসঃ
সাতক্ষীরা জেলাস্থ শ্যামনগর উপজেলাধীন হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়টি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি,বিখ্যাত ম্যানগ্রোভ ফরেষ্ট সুন্দরবনের কোল ঘেষে বয়ে যাওয়া চুনা নদীর তীরে অবস্থিত। ১৯৯৭ সালে আটুলিয়া ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান জনাব জি,এম,আব্দুল কাদের, বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব এম ওয়াজেদুর রহমান ও স্বাধীনতাউত্তোর আটুলিয়া ইউনিয়ন পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান প্রয়াত বাবু বীরেন্দ্রনাথ মন্ডল সহ স্থানীয় আরও কয়েকজন বিদ্যোৎসাহী ব্যাক্তিদের ঐকান্তিক প্রচেষ্টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নামে বিদ্যালয়টির নামকরন এবং প্রতিষ্ঠিত হয়। ০১/০১/১৯৯৭ সালে প্রতিষ্ঠার পরে ০১/০১/১৯৯৮ সাল থেকে পাঠদানের অনুমতি প্রাপ্ত হয়। তৎকালীন মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব এ,কে ফজলুল হক মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় ০১/০৪/২০০১ তারিখে জুনিয়র (৮ম শ্রেনী) পর্যন্ত এম.পি.ও ভুক্ত হয় । ০১/০১/১৯৯৯ সাল থেকে ৯ম ও ০১/০১/২০০৩ সাল থেকে দশম শ্রেনীতে মাধ্যমিক পর্যায়ে পাঠদান অনুমতি প্রাপ্ত হয় এবং ০১/০১/২০০৫ সাল থেকে অস্থায়ী একাডেমিক স্বীকৃতি লাভ করে । পরবর্তীতে ০১/০৭/২০১৯ সাল থেকে মাধ্যমিক পর্যায়ে এম.পি.ও ভূক্ত হয় । প্রত্যন্ত এলাকায় প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি বর্তমানে গরীর ও অবহেলিত এই জন পদে শিক্ষার আলো বিস্তার করে চলেছে এবং উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানগুলের সাথে তাল মিলিয়ে শিক্ষা প্রসারে বিশেষ ভূমিকা পালন করছে ।